মধ্যরাতের বুদ্ধি ঘোড়া -বজলুস শহীদ
আলতু লোকের ফালতু কথা
শুনতে যদি চাও,
রাত দুপুরে ভিষনটেলির
চ্যানেল খুলে দাও।
রঙ বেরঙয়ের কথার খই
ফুটছে তাদের মুখে
মিথ্যা কথার উড়িয়ে ফানুস
তৃপ্ত মহাসুখে।
মানুষ তাদের দিচ্ছে থুতু
পাড়ছে যত গালি
মধ্য রাতের প্রলাপ তত
বকছে বনমালি।
দলকানা আর রাত কানারা
চশম খোরের দল
চিনতে তাদের সবাই পারে
যতই করুক ছল।
তকমা তাদের অনেক বড়,
ভাবছে মহারথী
যদি তারা না বলে কথা
দেশের মহা ক্ষতি!
কথার ফানুস বেচে ওরা
বুদ্ধি বিবেকহীন
মধ্যরাতের রঙ মহলায়
নাচছে তাধিন ধিন।
আমরা বসে হাততালি দেই
শিখছি তাদের কাছে
মিথ্যা কথার চমক বেশি
ভদ্দরলোকের মাঝে।
বজলুস শহীদ । অটোয়া
-
ছড়া ও কবিতা
-
08-11-2019
-
-