শীতের শুভ্র পরী -বজলুস শহীদ
অচিন দেশের শুভ্র পরী হঠাৎ এসে বলে,
ফিরে এলাম মনটা ছুঁতে স্বপ্ন দেখার ছলে।
আমার শীতল ভালবাসার যে পেয়েছো স্বাদ,
সেই বুঝেছে হিমেল বুকের কতই আর্তনাদ!
কেমন করে জন্ম আমার কোথায় আমার ঘর,
বুঝিনাত কোথায় থাকি সাত সমুদ্র পর।
হাওয়ায় ভাসি,হাওযায় থাকি
মেঘ বালিকার সাথে,
এখন আমি হাত রেখেছি
তোমার কোমল হাতে।
মুখের পরে পড়ছি ঝরে তোমার রঙিন ঠোঁটে,
আলতো ছোঁয়ার পরশ তবু ভাগ্যে নাহি জোটে।
শুভ্র আমার আসা যাওয়া শুভ্র জীবন ভর,
আমার সে রঙ দাও বিছিয়ে তোমার মনের পর।
শুভ্র যদি হতে পার, দেখবে জগত ময়,
এই দুনিয়ার ভালবাসা মোটেও তুচ্ছ নয়।
বজলুস শহীদ । অটোয়া
-
ছড়া ও কবিতা
-
11-11-2019
-
-