অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কবিতার রংধনু -এম এ রফিক

কবিতার রংধনু

হৃদয় চোঁখেও অনেক রং 
এর রামধনু করে খেলা,
ধরা দেয় সে ঘুমের মাঝে, 
গভীর রাত্রিবেলা! 

কিংবা দিনে তন্দ্রাভরে, 
উতলধারায় বাদল-ঝড়ে,
দেয় সে উঁকি ঝুঁকি, 
পারলে তাকে বুঝে নিতে,
অনেক গরম কিংবা শীতে-
সেই তো পরম সুখী! 

ডুবে না জলে প্রেমের মরা, 
জ্ঞানী লোকে কয়, 
মরার পরেও লক্ষকোটি
প্রানে বেঁচে রয়! 

সাজনা ফুলে হয়না মালা,
যায় না পরা গলে,
সুখ চিনতে করলে যে ভুল,
যাবে রসাতলে! 

আলোর মাঝেও রয়েছে আঁধার, 
ভালো করে দেখ,
দুঃখের মাঝেও সুখ যে আছে,
নতুন করে শেখ! 

সব ফুলে কি ভ্রমর বসে?
মধু কভুও পায়? 
সব শামুকে মুক্তা তো নাই,
কি আর করা যায়? 

দেখতে ভারী সবফুলে আর,
মধু নাহি থাকে! 
ভরা নদীর শুঁকায় যে জল,
প্রতি বাঁকে বাঁকে! 

আকাশ ভরা অনেক মেঘে, 
বৃষ্টি নাহি নামে,
শীতে, অনেক পরিশ্রমেও
শরীর কি আর ঘামে? 

নিজের বাসায় কাঁকে ফোটায়, 
কোকিল পাখির ডিম,
শীত-সকালে নদের পানি,
নয়তো বেশী হীম! 

আঁধার করা কয়লাক্ষনি,
হীরারই আবাস,
সব ফুলে কি থাকে কভু,
মন-কারা সুবাস? 

সকল মিস্টি কথায় দেয়না, 
মনকে কভু দোলা, 
একটি কথায় মন হয় পাগল 
অনেক উতলা! 

ঝরা শিউলি ফুলে গেছে, 
উঠানটা যে ভরে,
তুমি গেছ হৃদয় থেকে, 
একটুখানি সরে! 

দিয়েছ কথা, রাখনি তুমি-
গিয়েছ সবই ভুলে, 
তোমার লাগি করি অপেক্ষা, 
গেঁথে মালা বকুলে!

শ্রাবন গিয়ে আসে ভাদ্র 
আবার আসে আশ্বিন, 
চেনার মত চিনতে তুমি,
পারলেনা কোন দিন! 

শাওন মাসে বৃষ্টি ঝরে, 
সারাদিনমান ধরে-
ধরেই নিয়েছি আসবেনা তুমি 
কখনও আবার ফিরে! 

জোনাকিরা জ্বালিয়ে বাতি,
সারারাত ঘুরে চলে,
আশার বাতি নিভাইনি এখনো, 
যদি আস কোন ছলে! 

অপেক্ষা কি তুমি এখনো করো,
আমারই মতন? 
একটু হলেও রেখেছ কি করে,
ভালোবাসাকে যতন? 

এখনো কি তুমি পুলকিত হও,
রংধনুটা দেখে? 
নীল আকাশে ভরে যায় যদি, 
কালো রং এর মেঘে? 

এখনো কি তুমি ভর-দুপুরে,
উড়িয়ে মাথার চুল-
আমায় ভেবে, জালানার পাশে,
বসে থাকো করে ভুল? 

এখনো কি তুমি বৃষ্টিতে ভেঁজে,
নেচে নেচে গাও গান? 
আমায় না দেখে, মন খারাপে
কাটাও দিন-মান? 

চাঁদের আলো তোমাকে কি দেয়,
এখনো একটু দোলা? 
না আস কভু, জীবনে তবু্ও 
দ্বার রাখবো সদাই খোলা! 

আগের মতই এখনো কি তুমি, 
ঝিঁ ঝিঁ পোঁকাকে করো ভয়?
ভয় করার যা ছিলো, তাকে তুমি, 
কখনও করনি ভয়! 

চৈত্র-রাতে গুনগুনিয়ে তুমি,
এখনো কি করো গান?
ফুল-পল্লবে ভরা সবুজে, 
এখনো কি জুড়াও প্রান? 

শিউলি ফুলে মালা গেথে তুমি, 
এখনো কি পরো গলে? 
মেরুন রংএর বড়ো টিপটা,
দাও কি এখনো কপোলে?

সময় চলে যায়, স্মৃতিগুলো মিলায় অথৈ আঁধার তলে,
হারিয়ে যাবে একদিন সবই,
অথৈ সাগর জলে! 

হবেনা পুরন সব আশাটাই,
এই ভব-সংসারে, 
আসতে না আসতেই, সুখটা আবার দুঃখ এসে কড়া নাড়ে!

পাওয়া না পাওয়ার নাগর-দোলায়, জীবনতরী ধায়,
সময়ের সাথে সব হয় বিলীন, 
স্মৃতি গুলোও মুছে যায়!

ধূম্রজাল!    

মরুভূমির মরীচিকা 
ভ্রান্তি, ভুলে ভরা,
দেখিলে আষাঢ় আসলে 
তা হয়,মরুভূমির ক্ষরা! 
জীবন পথে চলিতে গেলে,
আসিবে অনেক বাঁধা,
চোঁখের সামনে দেখিবে শুধুই,
ধুসর গোলক ধাঁধাঁ!
প্রেমেও আছে অনেক জ্বালা,
প্রতারণার ফাঁদ,
হৃদয় চোঁখটা না ফুটিলে,
হইবে কুপোকাত! 
প্রতারণার জাল বিছানো,
আছে সর্বখানে,
ধুম্রজালে পরিবে যেতে-
ডানে কিংবা বামে! 
হয়তো কালো, দেখিতে সাদা,
লাগিবে খালি চোঁখে,
করিলে গ্রহণ, ভাবিয়া সাদা-
চুনকালী পরিবে মুখে! 
কোকিল পাখি ফুটায় না ডিম,
বাঁধেনা কোন বাসা,
ছাঁনার আশা, কোকিলের কাছে,
মিথ্যা, দূরাশা! 
মুরগী ফুঁটায় হাঁসের ছানা,
আজব এ ভুবনে, 
হাঁসও ডিমে দেয় না যে তাঁ,
কয়জনেই তা জানে? 
সহজ-সরল চিন্তা নিয়ে, 
যায় না তো পথ চলা,
দেখলে বন্ধ থাকতে পারে, 
সেই দুয়ারও খোলা!

এম এ রফিক ।। মানিক নগর, ঢাকা