অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
চিহ্ন - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

ড়ো হাওয়ায় আর অঝোর বর্ষায় আশার সব দীপের শিখা নিভে, 
রেখে যায় চিহ্ন গাছের পাতায়, লতায়, বাকলে আরো কত অন্তরালে।  
স্বপ্নের জালে বুনা রূপালী রূপকথা; সব হয় ছাই জ্বলে মন ঊননে,  
চারিদিক ধূসর নীরবতায় ব্যর্থতার গ্লানি থাকে জমে কালো আঁধারে। 

আবার যদি হয় দেখা দেবে কি হিসেব? কোন বিস্মৃত রহস্যের রঙে, 
ফিরবে বর্ণালী সাঁঝে থেমে থাকা, জমে থাকা সময়ের সরু পথে। 
ভেঙে পরা, সর্বহারা প্রাণে কিংবা অন্ধের দৃষ্টিতে পাবে কি খুঁজে?      
হবে স্থান? দেবে ত্রাণ? সযত্নে গোছানো পরিচিত নিজ ঠিকানাতে?  

বরণে, শ্রবণে, অক্ষরে, আকারে, আলো আর আঁধারে খোঁজে তারে,
খোঁজে স্মরণে, বৃষ্টির পর ভেজা মাটি ধরে আঁকড়ে, চলে ছেড়া পালে।  
দাঁড়ায় দৃঢ় পায়ে, করে সৃষ্টি বিধাতার রূপে শঙ্কাহীন জ্ঞান শূন্য মনে,       
সোনালি আভারে খোঁজে নিরাশার আকাশে, বয়ে চলে চিহ্নহীন দূরে।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির । অটোয়া, কানাডা