আঁচল - মুস্তাক মুহাম্মদ
এসো দরদী, আমরা ভালবাসি আমাদের নাড়িপোতা মাটিকে।
যেখানে ঘুমিয়ে আমাদের পূর্ব পুরুষ শান্তিতে।
যে আঁচলখানা আশ্রয় ছিল যখন আমরা শক্তিহীন ছিলাম,
যে আঁচলের জন্য এখনো আছি বেঁচে,
যে আঁচলখানা ’পরে প্রশান্তিতে ঘুমোয় শ্রান্তি হলে।
রোদ-বৃষ্টি, ঝড়-শীত, দুঃখ-সুখে
যে আঁচল চক্ষু শীতলকারী। যার বুক জুড়ে প্রবাহিনীর কলকল
সুরের মোহনায় মোহাচ্ছন্ন হৃদয়।
যে আঁচল ভালবেসে নক্ষত্ররা চিরকাল আলো দেবে;
পলাশি থেকে নারকেলবাড়িয়া, মধুর ক্যান্টিন-ভাষা মিছিল থেকে মেহেরপুর আমতলা
আর তিরানব্বই হাজারের হারমানা সেই রের্সকোস ময়দান স্বাক্ষী,
স্বাক্ষী সেই লাল-সবুজ আঁচল, আমরা তোমায় ভালবাসি।
এসো বন্ধু, হাতে হাত ধরি। কালো মেঘ কেটে আলো জ্বালি।
আমাদের ছোট্ট ব-দ্বীপ, মধুমতি মখমলে আঁচলখানা ভালবাসি।
মুস্তাক মুহাম্মদ । যশোর
-
ছড়া ও কবিতা
-
01-12-2019
-
-