অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আলম তৌহিদের ছড়া ও কবিতা

শিশির পড়ে টুপটুপা টুপ টুপ 

শিশির পড়ে শিশির পড়ে চুপ 
শিশির পড়ে পদ্ম পাতায় টুপ।  
শিশির পড়ে ঘাস গালিচায়
শিশির পড়ে ফুল বাগিচায়।  
শিশির পড়ে শ্যামল মাঠে 
শিশির পড়ে পুকুর ঘাটে।  
শিশির পড়ে টিয়ের মাথায় 
শিশির পড়ে হেথায় হোথায়।   
শিশির পড়ে শিশির পড়ে চুপ
শিশির পড়ে টিনের চালে 
টুপটুপা টুপ টুপ...

দূরত্বের বিপ্রতীপে বিরহ 

কোন কোন প্রার্থিত প্রহর
ছিঁড়ে ফেলে আরাধ্য মনের বাসনা
ফিরে আসে একরোখা ঈগল
অসম্ভবের দেয়াল বেয়ে
অদম্য পিঁপড়ের মিছিল যেমন।  
কোন কোন বিচ্ছেদ মনে হয় কত সুদূর ,  
পতনের চৌকাঠে লেগে থাকে তার দাগ।  
তখন কোন এক সামন্ত জলসায়
থেমে থেমে বেজে যায় বাইজী নূপুর। 
দূরত্বের মানে কে যেন বলেছিল-
যেখানে থাকে না মাইলস্টোন।  
দূরত্বের বিপ্রতীপে দেখি দাঁড়িয়ে থাকে  
বিরহ নামক পাতাহীন বৃক্ষ  
যদি অনন্তলোকেই থাকো 
আছে কি সেখানে 
আসীমের মাঝে কোন সীমা !  

কতো নক্ষত্র জীবনমৃত আমার মতো
কতো নক্ষত্র জ্বলে যেমন আমার চিত্ত  
তাদের কাছে জেনেছি দূরত্ব মানে,   
নাগাসাকি বুক আর হিরোশিমা মন। 

আলম তৌহিদ । বাংলাদেশ