অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
গ্রামেই আমার প্রাণ -পরিতোষ ঘোষ চৌধুরী

হরে থাকি বলে হেমন্তের ভোরের হাওয়া গায়ে লাগে না, 
ময়না, টিয়া, বক, ডাহুক ও শালিক পাখির উড়াল দেখি না।
 শীতের ভোরে দেখিনা কৃষক গরু নিয়ে হালে যেতে, 
সরিষার ফুল, বিলের মাছ, পিঠা-পুলি পাই না খেতে।
 বসন্তের কোকিলের কুহু কুহু সুমধুর ডাক, বনে বনে ফুল-
 ডালে ডালে শিমুল পলাশ, প্রেমিক-প্রেমিকার মন করে ব্যাকুল। 
গ্রীষ্মে বোর ধানের মন মাতানো গন্ধ, ঝরের সময় আম কুড়ানো,
 তাপদাহে হিজল, করচ, আম- জাম গাছের ছায়ায় শরাইর জুড়ানো। 
বর্ষায় হাওরের বুকে পাল তুলা নৌকা, ভাটিয়ালী গান- 
টিনের চালে রিম-ঝিম বৃষ্টি, গ্রামেই আমার প্রাণ।
 শরতের সুনিল আকাশ, শিউলি ফুল, নদীর তীরে কাশফুল- 
হাওরে লাল-সাদা শাপলা ফুল, আমাকে করে আকুল।

পরিতোষ ঘোষ চৌধুরী । সিলেট, বাংলাদেশ