অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বান এলো - এম হাবিবুর রহমান

বান এলো গো শান্ত গাঙে, কূল ভাঙে ঢেউ ফনা তুলে 
আছড়ে পড়ে সাধের জমিন, রাক্ষসিটার গহীন জলে,
ভাসে ঘটি বুকের মাটি 
বদনা ছটি যত্ত সব
খুন্তি বাটি ছাতা লাঠি
চারি দিকে হায় হায় রব।
বান এলো গো খোলপেটুয়ায় পূবে হাওয়া বাদলা দিন
উথাল পাথাল ঘূর্ণি বাতাস ঢাকলো চোখে সব রঙিন।
পোড়াকাটলার বাঁধে ফাটল দূর্গবাটীর বাঁধে চিড়
নোনা জলের ঝপটা মেখে হাজার মানুষ করছে ভীড়
মনদীর চুড়া রাখবে ধরে নইলে ধর্ম যাবে ভেসে
করলে হেলা জমবে খেলা মসজিদ ডুববে অবশেষে 
করে প্রার্থনা সকলে মিলে জগৎ বিধাতার চরণ মূলে
রক্ষা কর হে অকূলের কূল দাও মুক্তি সব ভুলে।
বান এলো গো কপোতাক্ষে রুদ্র মূর্তি ভয়ংকর
দুকূল ছাপিয়ে উছলায় জল তলায় জীবন সংসার
পাতাখালী হয় গো খালি পদ্মপুকুর গাবুরা
জলমগ্ন বসত ভিটায় কাাঁদে মানুষ সব হারা
নাই নাই নাই এতটুকু ঠাঁই চারিদিকে জল থৈ থৈ
শূন্য বুকে নিয়ে বেদনা কাঁদে মাতা মোর বাছা গেল কই?
বৃদ্ধ পিতার উদাস চোখে সব হারানোর শূন্যতা
ভরা দুপুরে খরতাপ মাঝে নামে রাজ্যের মৌনতা।

এম হাবিবুর রহমান । নওয়াবেঁকী, সাতক্ষীরা