ছন্দপতন – মাহামুদাল হাসান
পাখিটা অজ্ঞাত উপত্যকায় ডানা মেলে
নির্বাকে শূণ্য ভেদ করে উড়ানে
পৃথিবীর ভাগ সীমায় ছন্দপতন
রোগগ্রস্ত বাতাসে ক্রমাগ্র গতিতে পাখিটা
আকাশের মেঝে পিচ্ছিল
শিকারীর তির, জীবনের নদীতে ভাটা
স্নেহ গলগল করে ঝরে পড়ছে
পৃথিবীর কোলে, সম্মুখে পেঁচার ডাক
অশ্রু ধারালো বেশ!
স্পর্শে মেঘের ইশারায় বাণ নামে।
ভেতরে শিকল ভাঙার গান
কোরাস গায়, শুয়ে শুয়ে নীল বিষ
নিথর রাত ডাকে
কাস্তে চাঁদের ভালোবাসা চায় পাখিটা
শোকের সাগরে ডুবে আর ভাসে
আকাশের কোলে সুখের পালঙ্ক
ঘোমটা ছিঁড়ে ওৎলানো কষ্ট
ফন্দিফিকির করে আলোহীন ক্ষয়ে
মুক্তির নিষ্ঠুর বাস্তব শূণ্য ভেদ করে
এখন পরবাসী।
মাহামুদাল হাসান । মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
29-12-2019
-
-