অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ইতিহাস উল্টো রথে - দেওয়ান সেলিম চৌধুরী

মানুষের ইতিহাস জানা, মানুষেরই মানা
শুধু তোমার কেতাব থেকে ইতিহাস জানা।
বিরুপ পরিবেশে বেঁচে থাকার যত কৃতিত্ব তার
ধুয়ে মুছে করে দিলে সব একাকার।

তুমি এসে নিয়ে নিলে পূর্ণাঙ্গ মানুষের ভার
গড়িলে আদম সন্তান বিরাট আকার।
বেহেশতের বাগানে তাদের রচিলে সংসার।
ক্ষুধার অন্নরুপে, দিলে ভিন্ন ফল, আর তৃষ্ণায় জল
তারই সাথে দিলে আরেক নিষিদ্ধ ফল।

দু’টি মাত্র প্রান, সাথে তুমি, আর স্বর্গের দারোয়ান
দূরে কোথাও লুকিয়ে থাকা ইবলিশ শয়তান।
সদ্যজাত শিশুর মত আদমের মন
জানে নাই, বুঝেনাই, জন্মস্থান বেহেস্ত কি ধন।

তোমরাতো সবাই ছিলে, আদমের সনে
তোমরা কি বোঝ নাই, কি ছিল শয়তানের মনে?
তোমাদের ব্যর্থতা ঢাকিবার তরে
সব দোষ দিলে তুমি আদমের ঘাড়ে।

একই শাস্তি কেনো দিলে, আদম আর শয়তানেরে।
কেন তাদের পাঠালেনা ভিন্ন ভিন্ন গ্রহে?
তোমারতো জানা ছিল, শয়তান কতটুকু জ্ঞানী।
তবে কেন নিলে, শয়তানের সব কথা মানি?

আদম আর শয়তানেরে একজোট করে
পাঠিয়ে দিল তুমি পৃথিবীর পরে।
শয়তান আর মানুষ মিলে হলো একাকার
কে মানুষ, আর কে শয়তান, চেনা বেশ ভার।

দেওয়ান সেলিম চৌধুরী 
অটোয়া, কানাডা।