সত্য এবং মানুষ - দেওয়ান সেলিম চৌধুরী
সত্য, সত্য করে, মানুষ যাচ্ছে মরে
তবুও হলোনা কভু সত্য শেখা
সত্য রয়ে গেলো গভীর অন্ধকারে
পেলোনা আলোর দেখা।
কেউ ভাবে পূর্ব সত্য, কেউ ভাবে পশ্চিম
কেউ ভাবে আকাশ সত্য
কেউ ভাবে জমিন।
উপরে, বিধাতা সত্য, জমিনে শয়তান
উভয়কে রাখিতে খুশি সমানে সমান
মানুষ মারিয়া মানুষ, করিছে পূণ্য স্নান
ধরণীতে বিধাতার সব বড় দান, অমূল্য প্রাণ
কোন সত্যের লাগি তাকে করিছ কোরবান?
বিধাতার চেয়েও গভীর সত্য, খুজিছ অন্ধকারে
তাইতো জীবন জানেনা জীবনের মানে
সত্যের লাগি মরিছে মানুষ
সত্যের লাগি মারে
সত্য সত্য করিয়া মর্ত্য,
ডুবিছে অন্ধকারে।
দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
01-01-2020
-
-