অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অদৃশ্যমান ব্যথা -শাহ্‌ বাহাউদ্দীন শিশির

বাই জানে জীবন চলে নিজস্ব ছকে,
জমে থাকে ব্যথা আর গ্লানি অন্তরালে। 
সময় আবর্তে হারায় স্মৃতিগাঁথা দিগন্তে,
যায় তলিয়ে আঁধারে একটু একটু করে। 

ভালবাসার এক জোড়া হাত যায় ছেড়ে,
আঁকড়ে ধরে পাথরে বাধাঁনো দেবতারে।  
পদচারনা যায় থেমে নীল আকাশ জুড়ে,
দেয় ধরা শিকলে বেদ ধারায় অনিয়মে। 

সযত্নে তুলে রাখা কষ্টগুলো করে অস্বীকার,
ফেলে মুছে কলঙ্কের সব কালি লোকভয়ে। 
প্রতারণায় বলে যাবে ভুলে সব কথা একেবারে,
স্বপ্নের প্রতিক্ষণে জ্বলে আগুন দাউ দাউ করে। 

অদৃশ্যমান স্মৃতিগুলো থেকে সময়ের ভাজে,
অতীতের শত দৃশ্যে আটা মনের বন্ধ কোঠরে। 
থাকে অবগুণ্ঠিত পাবার আশা, হারানোর ভয়,   
ব্যথা থাকে জমে অভয়ে সমঝোতার খতিয়ানে।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির । অটোয়া, কানাডা