অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শীতের বেলা - নুরইসলাম

শীতের মাজে ঐ নদীতে,
শোনা যায় অতিথি পাখির গান।
কলরবে মুখরিত-
পেতে দেখো কান।
কুয়াশার বুকে যাচ্ছে,
ময়না শালিক ভেসে। 
সবুজ দুর্বা ঘাসে-
শিশির কণা উঠলো ঐ হেসে।
চুপি চুপি উঠেছে,
পূর্বে সূর্যি মামা।
শিতের মাজে চাইছে সবে-
গরম গরম জামা।
শীতের মাজে খেজুর গাছে,
দিয়েছে হাড়ি।
নানান পিঠার গন্ধে মিশা-
গ্রাম বাংলার বাড়ি ।

নুরইসলাম । ময়মনসিংহ