সার্বিয়ানের খোলা প্রান্তরে বিপন্ন পৃথিবীর দূর্বাঘাসে দাঁড়িয়ে কাঁদেএকজন গর্ভধারিণী মা আঁচল উঁচিয়ে তিনি আবৃত্তি করেনসাম্প্রদায়িক সাপের অক্ষর। একটি নিষ্পাপ শিশু মরতে মরতেদান করে যায় শতাব্দীর সবচেয়ে প্রিয় রঙউত্তপ্ত আরব বালিতেনিরাপদে ডোবে যায় ইয়েমেনের মাথা অথচ একজন রোহিঙ্গা যায় আশ্রয় শিবিরে।ধর্মের মানদণ্ডে নাগরিক সংশোধনী বিলঅথবা প্রবল হিন্দুত্ববাদের চাপে মরা একদল ভারতীয় গরু খোঁড় অথবা মায়ের ভাঙা মূর্তি নিয়ে কাঁদা পরিমল বাবুর সংখ্যালঘু পরিবার অথবা আর্তনাদ আগ্রাসনে ছুঁয়ে যাওয়া কাশ্মীরের সৌন্দর্য ভূমি একইভাবে ফুলের উপর ফুটিয়ে তোলে রক্ত কবর।ধর্ম শুঁকতে শুঁকতে মরে যায় মানুষঅথচ ওরা বলে মুসলমান। দালান জাহান । টাঙ্গাইল
Ashram Bengali Magazine, Ottawa