স্বাধীনতা তুমি - আসাদ বিপুল
স্বাধীনতা তুমি,
বাঙালি জাতির হাজার বছরের লালিত স্বপ্ন
শেরে-বাংলা ভাসানী নজরুলের চিন্তা চেতনার ঊষালগ্ন।
স্বাধীনতা তুমি,
২৬ শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানিদের নৃশংস বর্বরতা
গণ-হত্যা অন্যায় অত্যাচার আর সহিংসতার কালো থাবা।
স্বাধীনতা তুমি,
ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ
অস্ত্র হাতে বাঙালির যুদ্ধে অংশ গ্রহণে আত্ম-নিবেদন।
স্বাধীনতা তুমি,
বাহান্নের ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিকামী জনতার বঙ্গ জননী
কৃষক শ্রমিক ছাত্র জনতার সংগ্রামী চেতনার স্ফুলিঙ্গ অগ্নি।
স্বাধীনতা তুমি,
একাত্তরের গর্জে উঠা মুক্তিকামী জনতার প্রিয় জন্মভূমি
স্বাধীন বাংলা বেতারে তোমার জন্য মুক্তির ঘোষনা হে স্বদেশ ভূমি।
স্বাধীনতা তুমি,
কৃষ্ণচূড়া, রক্ত জবা আর লাল পদ্মের আঁকা জল ছবি
বাংলা মাগো তোমার রুপের বর্ণনা আজও করে কত শত কবি।
স্বাধীনতা তুমি,
লাখো শহীদের রক্তে বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে
বাঙালি পেয়েছে একটি মানচিত্র আর লাল সবুজের পতাকা অবশেষে।
স্বাধীনতা তুমি,
কাঙ্খিত প্রত্যাশা পূরণে সংগ্রামী জীবনের জাগ্রত নব শক্তি
অবিশ্রান্ত সিক্ত হৃদয়ে স্বদেশের প্রতি বাঙালির অগাধ শ্রদ্ধা আর ভক্তি।
স্বাধীনতা তুমি,
কাক ডাকা ভোরে নতুন সূর্যদ্বয়ের ঝলমল হাসি
নতুন উদ্যমে নব প্রেরণায় আমার বাংলা মাকে আমি ভালোবাসি।
আসাদ বিপুল । কাউনিয়া, রংপুর
-
ছড়া ও কবিতা
-
07-01-2020
-
-