অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নিজের গোপনে - নিত্য রঞ্জন মণ্ডল

জ্যোৎস্নার রাতে একা
আর কতবার থাকবে জীবনিকা;
গোপনে
স্বপ্নে
ছেঁড়া পাতায় আঁকা রুপে
ভেসে আসা সবুজ ঘাসে
সুপ্রভাতের
আলোয়
জীবন একাএকা নিজেরে হাসে
ভয়ে রেখেছে নিজের কাছে
তবু সে
একা। 
জীবনের বারেবারে ভাঙে ভাঙনের কূলে
দাঁড়িয়ে আছি একা আজীবন
বিশ্বাসে
দু'চোখে
দূরে গভীর রাত্রির রোগে
যন্ত্রণায় ভেসে যায় দূরে
পালতোলা
হাওয়াখোলা
জীবনের সাথে কথা বলে;
মৃত্যুর সামনে মুখোমুখি দাঁড়িয়ে
ভুলে
ফুলে
নিজের কাছে হাজার প্রশ্নে
কথা বলে হেরে গেছে
নিজেরে
গোপনে।

নিত্য রঞ্জন মণ্ডল । পশ্চিমবঙ্গ, ভারত