অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অ আ..ক খ.. - উজ্জ্বল কুমার দাস

অ আ---ক খ-- গুলো যখন জীবনে এসেছিল,
তখন জীবনে অনেক ছোট ছোট আশা জমতে থাকে
কিন্তু যখন এই অক্ষরগুলো এক করা শিখলাম
তখন জীবনের আশাগুলো-
অনেক জটিল সমীকরণে আটকে গেল।
একটা সময় ছিল দোয়াতের কালিতে -
তাল পাতায় অক্ষর আঁকতাম।
রং মেখে সং সেজে হইহুল্লাতে মেতে থাকতাম ।
সুন্দর সেই দিনগুলো-
পেন্সিলের কালি এসে কেড়ে নিয়ে গেল।
মেনেই নিয়েছিলাম এই ভেবে------
ভুল হলে রাবারে বার-বার মুছে তো দেওয়া যাবে
কিন্তু সময় বড় নিষ্ঠুর পেন্সিল কেড়ে নিয়ে-
কলম ধরিয়ে দিল,সেদিন থেকেই-
ভুলগুলো ভুলই রয়ে গেল।
ছোট আশাগুলো ভুলে ভুলে জটিল হয়ে উঠল।
বর্ণমালার বর্ণিল রং এর পিছে ছুটতে ছুটতে-
এই কি পেলাম অবশেষে?

উজ্জ্বল কুমার দাস । বাগেরহাট, বাংলাদেশ