অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কুয়াশা বেলায় - নির্মল এস পলাশ

ন কুয়াশা শেষে যখন
কিরণ ছাড়ায় আলো, 
এলোমেলো কেশে এমন বেশে
তোমার লাগে ভালো।

ঝিরঝির ঝরা
এক মুঠো কুয়াশা
মনে হয় হাতভারা মুক্তা
সোনালি রোদে রূপের ছটা

প্রভাতের শেষে
সকাল সাজে মিষ্টি হাসে, 
হলদে আঁকা ষরিষাক্ষেতে
প্রজাপতিরা ফুলে ফুলে উড়ে।

দুপুরের নিদ্রা পরে 
আকাশ পানে দেখে, 
কুয়াশা ঢাকা সূর্যটা 
লুকোচুরি খেলে। 

গোধূলি বেলায় 
হিমেল হওয়া ছুঁয়ে চলে
সূর্যমুখী মুখ ফিরিয়ে 
যেনো কাছে ডাকে।

কুয়াশা বেলায় প্রিয়া আমার
কল্পতরে এমনি ভাবে থাকে
দিবারাত্রি হরিণী চোখে
স্বপ্ন ছড়ায় মুঠো - মুঠো করে।

নির্মল এস পলাশ । কমলগঞ্জ, মৌলভীবাজার