খেল -পুলক বড়ুয়া
তেলা মাথায় তেল দাও
কইয়ের তেল দিয়ে কই ভাঁজো
চাল নেই চুলো নেই—
তার কথা ভেবে লাভ?
তার কথা ভেব না
সে কথা বাদ দাও
সে কথা কেউ ভাবে না
তুমি-আমি কে, আমি-তুমি কে!
হালুয়া-রুটি-কোর্মা-পোলাও-বিরিয়ানি দাও, খাও
দরকার কী ? জীবনটা দিব্যি কাটুক!
মরা যার সে মরছে!
তুমি ফূর্তি কর। আমি ফূর্তি করি।
আমাদের পাতে ডাল-ভাত মানে বোঝোই তো—
নিয়মিত ভরপেট, সুস্বাদু-সুখাদ্য
কার নুন আনতে পান্তা খতম
আমাদের কী করার!
আমাদের কী কড়ার?
আমরা বেশ আছি
আমরা ভালো আছি
আমরা ভালো থাকতে চাই
আমাদের কী দরকার
আমাদের কী দরকার, পড়েছে
কে কেমন আছে
কার কী খোঁজ
আমাদের কী জানার আছে
আমাদের কী জানার দরকার
পৃথিবী এত স্বার্থপর
দুনিয়া এত কৃপণ
কেবল আপন যাপন
শুধুই স্বয়ং স্বপন
আর সব গোল্লায় যাক
আর সব রসাতলে থাক
আমার কী
আমরা কে কার
আমাদের ভাবার কী দরকার
আমরা এই আছি, ভালো আছি
যথেষ্ট আছি
আমরা আমাদের
আমরা আমার
আমরা আমি
ফেল কড়ি দেখ খেল!
পুলক বড়ুয়া । বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
09-01-2020
-
-