সমুদ্র দর্শন - দেওয়ান সেলিম চৌধুরী
সমুদ্র দর্শনের প্রচন্ড স্বপ্ন বুকে নিয়ে
জীবনের সব চাওয়া মুছে গেলো যার,
দারিদ্র দিলোনা যাকে সমুদ্র দেখিবার
চোখের নোনা জলে, যে অনাথ বালিকা
পেলো সমুদ্রের স্বাদ, তাকেই করে নিল জীবনের ব্রত।
হয়তো তার কাছে সমুদ্র কোন বিশালত্বের নাম,
যার ছোঁয়ায় ধন্য হতো অনাথের প্রাণ।
তাইতো ভুলে গেলো জীবনের যত চাওয়া পাওয়া
শুধু রয়ে গেলো,অতি ক্ষীণ,একটিমাত্র চাওয়া
বিশালের সাথে শেষ দেখা।
অথচ ঝিনুকের মালা হাতে,ফেরিওয়ালা এক,
লাভের আশায় ছুটিছে,এদিক ওদিক।
যেনো ভুলে গেছে জীবনের মানে।
কখনো দেখেনি ফিরে সমুদ্র পানে
জোয়ার,ভাটা কিংবা সূর্যাস্তের রং।
প্রথম বালিকাটি রাবেয়ার মত
বাকি সব ফেরিওয়ালা যত,
দেখিতে চাহেনা তোমার সৌন্দর্য্যের রুপ
সময় নাহি তার,বৃথা ব্যয় করিবার,
অনর্থ কাজে।
দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
09-01-2020
-
-