অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
আঁকড়ে থাকা জীবনের ছবি - হরেকৃষ্ণ দে

মুথা ঘাসের শিকড় যেমন জানে মাটি কিভাবে আঁকড়ে থাকতে হয়,
তেমনি আঁকড়ে থাকার সবুজ কলাপাতি রং টলমল করে খাদানের শ্রমিকের পুড়ে যাওয়া চামড়ায়৷
মাটির শরীরে ঘামের জলটোপে স্বীকৃত দারিদ্রের দলিল--
গাইতি, বেলচায় শ্রমের প্রতিভা জ্বলে ওঠে,
ঘুম পাড়ায় খিদের কাঁচা পেট,

দুঃখের পাঁচন থলিতে নিত্য বাঁচার আঁকুর পাতা মেলে,
শরীর থেকে টাটকা টগরের ঘ্রাণ প্রাসাদ বানায় অকৃপণ হৃদয়৷

পকেট ভর্ত্তি সরলতায় জীবনের বোঝা বেঁধে জীবন আঁকে,
হৃদয়ের খালে জমা করে নীল আকাশ
ভেসে ওঠে আঁকড়ে থাকা জীবনের ছবি৷

হরেকৃষ্ণ দে । বাঁকুড়া