অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কুশল সংবাদ - মীরা মুখোপাধ্যায়

কুশল সংবাদ

অনেক  যোজন  দূরে  আছ যারা 
কুশল সংবাদ  দিতে গিয়ে
হঠাৎ  জানতে  পারি কি ভীষণ  কষ্টে  আছি আমি 
তবু কি লিখবো ভালো  আছি !

বুঝতে পারছি না.....
যখন  স্বপ্ন  দেখি শূণ্য  থেকে  পড়ে  যাচ্ছি  
অথবা ক্রমাগত  ডুবে  যাচ্ছি  জলে 
একটি হাতের ছোঁয়া  ঘেমে ওঠা দুঃখী কপাল 
স্পর্শ  করেনা কোনদিন

তবু   লিখি ভালো  আছি,
আশা  করি তোমরাও  ভালো....
এভাবেই শেষ হয় চিঠি
কিংবা অভ্র টাইপে লেখা মেল।
তুমি ও হয়তো একই ভাবে এমনই দুঃস্বপ্ন  দেখে
জেগে ওঠো, আলো জ্বালো, কাঁদো
অবিকল  এরই মতো 
ভালোবাসা  থেকে কিছু দূরে 

শীতের সন্ধ্যা

শীতের সন্ধ্যাগুলো মনে হয় অলৌকিক 
লোকায়ত পৃথিবীর  নয় 
বিষণ্ণ আকাশ থেকে  ঝুপ করে নেমে আসে
একরাশ  অপ্রস্তুত  মেঘ
তারপরই অন্ধকার।

শুকনো  শীতের কণা ধেয়ে আসে অন্ধকারে
দিগ্বিদিক জ্ঞানশূণ্য হয়ে,
প্রতিটি দরজা বন্ধ, ভিতরে  আগুন জ্বলছে।
রাস্তার আলোগুলো গোল এক বৃত্ত বানিয়েছে 
ছায়া ছায়া বাষ্পময়।

মনে হচ্ছে ঠিক যেন ইস্তাম্বুল, স্মৃতির শহর দিয়ে
নিঃসঙ্গ  হাঁটবেন, এক্ষুণি , ওরহান পামুক

মীরা মুখোপাধ্যায় । তেলিপুকুর, নদীয়া