শুক্লা রায়-র দু’টি কবিতা
খুব ভালো আছি
'খুব ভালো আছি' – একথা ভাবতেই
আমার বৃষ্টি উঠোন পুনরায় থৈ থৈ।
জল গড়িয়ে যায় সন্ধ্যার পথে।
পুরনো গাছেদের বুক থেকে
দীর্ঘশ্বাস নেমে আসে
হলুদ পাতাদের সাথে।
'খুব ভালো আছি' – একথা ভাবতেই
পৌরানিক কাহিনীর মত
শীতার্ত সন্ধ্যা দীর্ঘতর হয়।
অন্ধকার জমাট বাঁধে উঠোনের গাছপালা আর
আমার একলা থাকা ঘরটিতে।
বিকেল
ফুরিয়ে আসা বিকেল নিজেকে মেলতে মেলতেই
এক অবসন্ন বিষাদ আঁকে
ঘুম থেকে জেগে ওঠা গ্রাম
জড়োসড়ো হয়ে থাকা আলপথ
নিজেদের মেলে দিতে দিতে আড়মোড়া ভাঙ্গে
দূর দূর ছুঁয়ে থাকা অস্পষ্ট কোলাহল আর
কুয়াশার হাল্কা রঙে সবকিছু কেমন অলৌকিক
তবুও কোথাও কোন বিষন্নতা বাসা বেঁধে আছে।
সে বিষাদ স্পর্শ করে কি করে না
এক ধানবতি মাঠ একলা আকাশের নীচে
দাঁড়িয়ে থাকে নিশ্চুপ!
শুক্লা রায় । পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
12-01-2020
-
-