অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
প্রেমের আকাশে - নারায়ণী দত্ত

তোমার প্রেমের আকাশে  সেদিন
সিন্দুর রাঙা  মেঘ  জমে ছিল
পাহাড়ী  ঝর্ণার শব্দের  মতো
বয়ে চলেছিল হ্দ স্পন্দন
সুগন্ধী চন্দনের  গন্ধ ছিল
তোমার  সারা হৃৃদয় জুড়ে
কচি কলাপাতার রঙ ছিল
তোমার দুরন্ত  মনে
খরস্রোতা  নদীর মতো
মন আমার ছুটে  চলেছিল
দূরে বহু দূরে ....
  জোনাকির আলোর মতো
মিটি মিটি জ্বলছিল  আশা এ বুকে
হাসি আনন্দ গানের ডালি নিয়ে
আত্মহারা  হয়েছিলাম মহাসুখে
  একদিন  বুকে নেমে এল কালরাত্রি
কালবৈশাখীর  হঠাৎ ঝড়ে
ফাগুনের শেষে কোন অন্ধকারে
নিমেষে গেল সব হারিয়ে
 আজ জমাট বাঁধা  কান্নাগুলো
নীরবে আসে শুধু বেরিয়ে৷৷

নারায়ণী দত্ত । কোলকাতা, ভারত