বৈষম্য - উজ্জ্বল কুমার দাস
যেখানে দেখি বৈষম্য সেখানে কি করে খুঁজি সাম্য,
আইনের জাঁতাকলে পৃষ্ট যে সভ্যতা-
সে নাকি সন্তান হারানো মায়ের বোবা কান্না।
নির্যাতনের তিক্ত কাঠে আধাপোরা দেহ নাকি
সহসাই আত্মনাধ করে বার্নইউনিটে ।
আসে খবর শিরোনামে বেওয়ারিশ লাশ হয়ে -
ক্ষতবিক্ষত দেহ পরে আছে হিমঘরে।
একটি চাকুরিতে ঘুষ নামক ডোনেশনের জন্য,
বেকার খোকাকে যখন কাঁধে নিতে হয় -
তথাকথিত গনতন্ত্রের বোঝা,
সেকি আর ফিরে আসে দেশপ্রেমিক বিদ্রোহীর সাজে?
তাঁকে দেওয়া হয় জঙ্গির খেতাব না হয় পুরে দেয় গারদে।
যে তকবগে যুবতীটা একদিন চাওমিন খেতে খেতে-
মেতে উঠত আশা নিয়ে হৃদয়ে সাফল্যের হাসিতে,
সেও আজ মলিন শোষণের জাঁতাকলে সং সেজে সংসারে।
উজ্জ্বল কুমার দাস - কচুয়া, বাগেরহাট
-
ছড়া ও কবিতা
-
13-01-2020
-
-