মীরা মুখোপাধ্যায়ের কবিতা
হাসির কথা নয়
খুব ইচ্ছে করে একজন সমর্পিত প্রেমিক পেতে
হাসির কথা নয়।
যে আমাকে চুল আঁচড়ে দেবে, মন খারাপের দিনে
অফিস কেটে গল্প বলবে আর
যখন তখন আমার কবিতা শুনতে চাইবে
হয় না, যা চাই তা পাওয়া যায় না !
আমার পুর্নজন্মে বিশ্বাস না থাকলেও
শুধু এরকম একজন প্রেমিকের জন্য
জন্মাতে ইচ্ছে করে ,আর কবিতার জন্যও
আত্মহননের আগে
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
আমি ও কি কারো দুঃখ ,কারো হাসি
কোন বিষাদের জন্য দায়বদ্ধ?
কিন্তু কি অদ্ভুত
মৃত্যুর আগে জ্যোৎস্নাকে এত সুন্দর লাগল !
মায়াবী আলোয় ফুটে উঠতে দেখলাম ফুল
পাখিদের ঘরোয়া কথাবার্তায় মনে হল
ওরা আমায় বাড়ি ফিরতে বলছে
আত্মহননের আগে সকলেরই এমন হয় না কেন !
আমি মৃত্যুকে পিছনে ফেলে
ভোরের দিকে হেঁটে গেলাম
মীরা মুখোপাধ্যায় । শিমুরালী, নদীয়া
-
ছড়া ও কবিতা
-
16-01-2020
-
-