অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
এরই নাম কি সভ্য সমাজ? - শিবব্রত গুহ

রই নাম কি সভ্য সমাজ?
যেখানে প্রতিনিয়ত নারীদের
মান - সন্মান হয় ভুলুণ্ঠিত।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে বেকার যুবকেরা
চাকরি না পেয়ে করে
আত্মহত্যা।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে গরীব মানুষের পেটে
দুবেলা দুমুঠো জোটে না অন্ন।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে সর্বত্র চলে ঘুষের
রাজত্ব।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে প্রতিটা ক্ষেত্রে স্বমহিমায়
বিরাজ করছে দুর্নীতি।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে শুধু চলছে টাকার
দাপট।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে মানবিকতার মেলে
না দেখা।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে প্রায় সবাই বাঁচে,
স্বার্থপরের মতো।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে এখনো বহাল
তবিয়তে আছে পণপ্রথার
মতো বিষাক্ত প্রথা।
এরই নাম কি সভ্য সমাজ?
যেখানে অবাধে কন্যা
ভ্রূণ হত্যা চলে।
এই সমাজকে কি আদৌ বলা
চলে সভ্য?
সভ্য?
সভ্য?

শিবব্রত গুহ । কোলকাতা, ভারত