অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
শরৎ রুপের লীলাখেলা - আসাদ বিপুল

রৎ তুমি ---
প্রকৃতির বুকে প্রভাত বেলায় ঝরে পড়া ঘাসের উপর নরম নরম শিশির বিন্দু।
শরৎ তুমি ---
সূর্যের আলোয় ঝলমল এক স্বপ্নীল সোনালী দিনের প্রতিচ্ছবি।
শরৎ তুমি ---
নদীর বুকে জেগে উঠা চরে উড়ে বেড়ানো বকের ঝাঁকের ভাসমান এক উড়ন্ত মেলা। 
শরৎ তুমি ---
খরস্রোতা  নদীর তীরে সারি সারি ফোঁটা কাশ ফুলের মায়বী মিষ্টি হাসি। 
শরৎ তুমি ---
হাজারো কাননে রকমারি ফুলের প্রস্ফুটিত মৌ মৌ গন্ধের সুবাস৷। 
শরৎ তুমি ---
সবুজ শ্যামল ছায়া ঘেরা  বিস্তৃণ মাঠ আর প্রকৃতির ছন্দময় বাতাসের হিন্দোল। 
শরৎ তুমি ---
নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে ঘুরে বেড়ানো জল পরীর নয়নাভিরাম দৃশ্য অবলোকন । 
শরৎ তুমি ---
পল্লী বাংলার নতুন বউয়ের কালো কেশের খোঁপায় পড়ানো সদ্য ফোঁটা কাশ ফুল। 
শরৎ তুমি ---
নদীর ঘাটে জল আনতে যাওয়া গাঁয়ের বধুর দক্ষিণা বাতাসে দোল খাওয়া শাড়ির আঁচল । 
শরৎ তুমি ---
সন্ধ্যা আকাশে অসংখ্য তারকারাজির মিটিমিটি আলোর মিলনমেলার সমারোহ । 
শরৎ তুমি ---
নদী নালা খাল বিলে শাপলা শালুকের ফুটন্ত পাপড়ি গুলোর সকালের নির্মল হাসি । 
শরৎ তুমি ---
ভরদুপুরে গাঁয়ের ছেলে মেয়েদের জলে নেমে শাপলা আর শালুক তোলার আনন্দঘন ক্ষণ । 
শরৎ তুমি ---
গাঁয়ের মাঝে পাকা তালের  মনোরম সুমিষ্ট গন্ধে- মায়ের হাতে তালপিঠা বানানোর মহা-উৎসব।
শরৎ তুমি ---
বাংলার শত মায়ের দুঃখ কষ্টের মাঝে যতসামান্য হলেও শান্তি সুখের হাসি।

আসাদ বিপুল । কাউনিয়া, রংপুর