অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
খোলা হাওয়ায় - পুলক বড়ুয়া

বাদন মানে বাঁধন 
বাদন মানে সাধন
বাদন  শিখন।

গান যদি থেমে যায় 
দেখা হবে না কথার সাথে।
হাওয়ার মতো সুরের পরশ
আলোর মতো বাণীর ছোঁয়া।

বাদন মানে সাধন।

কার নীলার্ত হৃদয় মু্রলী হয়ে
সমুদ্রের দর্পণে ঢেউ তোলে 
বেদনার নীলকন্ঠ নীলিমার নীল-পাড়
আশমানী-আঁচল হয়ে দুলে ওঠে!

বাদন মানে বাঁধন 
বাদন মানে সাধন।

এতকাল জেগে ছিলে কোনো দিবাস্বপ্নে নয়
নিদ্রাদেবীর জন্যে নয়, কল্পনার রামধনুতে নয়
কেন ঘুমের কাননে হিমেল-কুসুমকলি হয়ে যেতে চাও!

বাদন মানে শিখন।

কর্ণফুলী কাগজ কল নও
কর্ণফুলী কাগুজে কল নও
ধবল মৌনতা-বন্দী 
কাফনে-কফিনে 
অন্তিম কাফেলার কাঁধে নও।

বাদন মানে বাঁধন 
বাদন মানে সাধন
বাদন  শিখন।


কাগজে ফুল নয়
কাগুজে ফুল নয়
কাগজের ফুল নয়
কাগজের ফুল বাগানের প্রতিদ্বন্দ্বী হতে পারে না
কাগুজে ফুল উদ্যানের প্রতিপক্ষ হতে পারে না—

আপনি তো উদ্যান-বিলাসী না
আপনি তো সঙ্গীত-অভিলাসী
আপনি তো উদ্যান-অভিলাসী
আপনি তো কানন বিহারী
আপনার কন্ঠ গুলবাগ
আপনার কন্ঠ গানবাগ
আপনার গলা জড়িয়ে ধরে পঙ্ক্তিমালা
আপনার গলা জড়িয়ে থাকে পুষ্পমালা 
ছিলেন একজন কাননবালা দেবী 
আপনি তো কানন বিহারী বড়ুয়া: 
বালা নন, বিহারী; দেবী নন, বড়ুয়া;
গাইতেন তিনি,
ভারতের পদ্মশ্রীলাভী
বিখ্যাত গায়িকা ও নায়িকা;
ছিলেন পরমা সুন্দরী। আপনিও পরম সুন্দর!
সুপুরুষ সুকন্ঠ অধিকারী।
আমরাও ছিলাম মনে মনে আপনার প্রেমিক!

আজ গান নয়, কোনো কথা নয়
লুসাই-কর্ণফুলীর বাঁকে বাঁকে, বেনো বুকে 
হৃদয়ের হ্রদে—অশ্রুজলমগ্ন এক কবি
খুঁজছে এক পাঠশালা—প্রকাশিত
ও প্রকাশিতব্য বইয়ের বেবাক পাতা 
পান্ডুলিপির মতো বগলদাবা করে
সেই সময়ের কাছে এক এই সময়:
ডুবে গেছি আমরা ভুলে গেছি আমরা  
আমাদের আয়নার আজ মুখোমুখি হব আমরা
আপনিই সেই দর্পণ, অনন্ত খাতা
আমরা আপনার শাশ্বত ছাত্র। ছাত্রী

ঐ তো জোছনা
কালো খোঁপার মতোন ‘অন্তরা' 
জেগে আছেন সীতা পাহাড় 

আর এই যে আমরা ‘স্থায়ী’র মতোন 
আপনার মহাপ্রতীক্ষায়: 
শিখব বলে জানব বলে বুঝব বলে 

ঐ তো দেখতে পাচ্ছি প্রিয় গলা ভাঁজছেন
তার চূঁড়োয় উঠে
আপনার কন্ঠ ভেসে আসছে কর্ণফুলী পাড়ি দিয়ে।

আপনি তো কোনোদিন আমাদের ফেলে
চিরতরে চলে যাননি, বদলি হয়ে যাননি 
পিতৃমাতৃহীন এতিমের মতো আমরা ছিলাম না
আপনি তো আমাদের পিতামাতা—অভিভাবক
সন্তানতুল্য আমরা এভাবে মানুষ হয়েছি
সেই আপনিই নাকি
আমাদের ছেড়ে চলে যাবেন
এতবড় আঘাত— 
ছোটোখাটো কোনো কষ্টও তো 
আপনার কাছে কোনোদিন পাইনি

এই বয়সে এসে একাকী আর  -
কোনোদিকে নয়, বানপ্রস্তেও নয়—
কোথাও যাবেন না, কোথাও যাবার নেই—
অনন্ত সময় এখানেই থাকুন, যাপন করুন
আমাদের সাথেই থাকুন, বহাল তবিয়তে—  
পাহাড়তলীত, মহামুনিতে, লিচু বাগানে
তার আগে, হাসপাতালের বেড থেকে
আমরা এসে আপনাকে নিয়ে যাব
আমাদের সাথে খোলা হাওয়ায় !

পুলক বড়ুয়া । বাংলাদেশ