অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
অজ্ঞাতনামা - মুতাকাব্বির মাসুদ

ষসী সকাল-খোলা খিড়কি
অসংযত রোদের পদাবলি
সূর্যমুখী আম-কপোলে লিখি নাম
জানিনে কোন খেয়ালে!
কার নাম-কেনইবা লিখি?
যাই লিখি শিশির তরঙ্গে তোমার নাম
চিদ্রুপে চিত্রার্পিত হয় উল্লোল বাতাসে
আড়ালে ঘাসের নরম শরীরে-ঝরে পিঙ্গল পল্লবে
দুর্জ্ঞেয় প্রণয়ের কবোষ্ণ নিশ্বাস!
ব্যাকুল চিদাকাশ-নীলনীল মেঘের ঢেউ
তোমাকেই খোঁজে
যেমন নীলাভ্র খোঁজে
উদ্দাম উত্তাল সাগরের নীল
তুমি আমার না লেখা-হৃদয়ে লুকোনো সেই পাণ্ডুলিপি
যত লিখছি আরো লেখি-লিখে যাই অনাদি অনন্ত
এ লেখার শেষ নেই হয়তো !
দিনের শেষে সন্ধ্যা কিংবা মধ্যরাতে
মধ্যবয়সী চোখের চাতালে
চশমার ভারি লেন্সের সাটারে তোমার আল্পনা
ঘনমেঘের জলে ঘনঘন মুছে যায় অনুক্ষণ!
অনুক্ত কোন্ খেয়ালে কে জানে ?
চোখের উঠোনে সেই কবে বর্ষা এসেছিল
ছেঁড়া কাগজের নৌকা ভাসিয়েছিলাম
তুমি আর আমি
সেই নৌকা আজ আর নেই!
বুকের ভেতর মধ্যখানে দক্ষিণে যতনে
গোছানো নদীর জলে হারিয়ে গেলো
তুমি রয়ে গেলে হৃদয়ে লুকোনো
বিমূর্ত প্রেমের পাণ্ডুলিপির মতো
যেনো এক অজ্ঞাতনামা-হারানো বিজ্ঞপ্তি !

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ