চিরঞ্জীব সরকারের দু’টি কবিতা
জীবনতরী
এই পৃথিবীর জীবনপথে কত পথিক এল
মৃত্যু দিয়ে সকল পথিক পথের নাগাল পেল,
পথের মাঝে ক্লান্ত পথিক পথের নেশায় ছোটে
অন্ধপথের ভ্রান্ত ছায়ায় সন্ধ্যা যেমন ফোটে।
সান্ধ্যহাটে সন্ধ্যনদী তীব্রবেগে চলে
মৃত্যনদে জীবনতরী উদাস পাখির ঠোঁটে,
এই তরীতে উঠতে হবে জীবন রেখে বাজি
জীবনতরী ডুবায় স্বয়ং জীবনতরীর মাঝি।
জ্ঞান
এই পৃথিবীর সকল জ্ঞান কেমন জানি ঘোলাটে
মৃত্যু হল আসল জ্ঞান আছে সবার ললাটে।
জ্ঞানের স্রোতের ঢেউগুলি সব ছুটে চলে অজ্ঞানে
জ্ঞানী মানুষ ছুরি চালায় নিজের বুকে সজ্ঞানে।
অজ্ঞতাকে পুঁজি করে ব্যবসা চলে হরদমে
জ্ঞানের বানী ধুলায় লুটায় জ্ঞানের পথে মাঝখানে।
সেই পথেরি পথিক হয়ে বসেছিলাম আনমনে
মৃত্যু বলে আমিই জ্ঞান পাবে আমায় সবখানে।
চিরঞ্জীব সরকার – অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
20-01-2020
-
-