সুজিত বসাক-র দু’টি কবিতা
মা
মা– ছোট্ট একটি শব্দ
কিন্তু গভীরতা ?
এই বিশ্বের সকল সাগর, মহাসাগর ছাড়িয়ে যায়।
মা মানে- শীতের সকালের নরম রোদ্দুর
মা মানে- একটা বিরাট উন্মুক্ত আকাশ
মা মানে- দারুণ গ্রীষ্মে এক পশলা বৃষ্টি
মা মানে- ভালোবাসায় উপচে পড়া এক নদী
মা মানে– সন্তান গর্বে আদিখ্যেতা ভরা এক নারী
“মেডিকেলে চ্যান্সেলর পেয়েছে আমাদের বাবু, শুনেছেন?“
মা মানে- একটি
যার তলায় জন্ম নেয়
অসংখ্য ছোট ছোট সবুজ ঘাস, সবুজ গাছ, সবুজ পৃথিবী।
পুজোর ভ্রমণ
জেঠু বলে দার্জিলিং
বাবা বলে সিমলা
চলছে দারুন বিতর্ক
হচ্ছে বড্ড ঝামেলা।
ঠাম্মা বলে বৃন্দাবন
মা বলে পুরী
কাকু বলে উটি
এ কোন জ্বালা ভারী।
এবার পুজোয় কোথায় যাব
এখনও হল না ঠিক
শেষ মেষ কী পন্ড হবে
মনে আসছে প্যানিক।
এমন সময় পিসি এসে বলল কেশে
চলবে না কারও জারিজুরি
টিকিট কাটা হয়ে গেছে
যাচ্ছি আমরা কন্যাকুমারী
সুজিত বসাক
দিনহাটা, কুচবিহার
-
ছড়া ও কবিতা
-
21-01-2020
-
-