পুকুর - হরেকৃষ্ণ দে
আমাদের সকলের ভেতর নিজস্ব জমি আছে
মন চাইলেই সেই জমিতে বানাতে পারি অনেক কিছুই,
আমি চাই সকলেই বানাক একটা নিজস্ব পুকুর
বিকেকের গাইতিতে সেই জমির মাটি কেটে কেটে,
কেন না পুকুরে থাকবে মনের স্বচ্ছ জল
সেই স্বচ্ছ জলে নিজের ছায়া দেখব মনের ভেতর মনের আয়নায়,
সবার জন্য থাকবে অজস্র ঘাট
যার যখন খুশি সেই পুকুরের জলে ধুয়ে নিতে পারবে আকাঙ্ক্ষার দুঃখ,
ভাসিয়ে দিতে পারবে দ্বেষ-হিংসার বর্জ্য৷
আর নিজস্ব পুকুরে ডুব দিয়ে অন্য সবার পুকুরে উঠতে পারব,
ডুব দিয়ে মনবৃষ্টি ফোঁটার আওয়াজ
এক অনন্য অনুভূতিতে জেগে থাকব৷
পুকুর ধারে বসে হৃদয়ের ঢেউ গুনে গুনে
উদার মনে বসে থাকবো সম্পর্কের বড়শি হাতে--
এ পুকুর ভালবাসার পুকুর
এ পুকুর সূর্যোদয়ের পুকুর
এ পুকুর জীবনের জন্য জীবনের পুকুর...
হরেকৃষ্ণ দে । বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
21-01-2020
-
-