অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নিঠুর পাখি - সবুজ আহমেদ শামীম

নিঠুর পাখি বলি তোরে
ফাঁকি দিয়ে যাসনে মোরে
আমায় রেখে একা,
করবে না যে তোরে মানা
মিলে যদি দেখা।

আপন জেনে এই পিঞ্জরে
পোষে রেখে যতন করে
মনের কথা বলি,
সাধের জীবন ফেলে যাবে
পরাণ পাখি চলি।

আদর সোহাগ দিয়ে তরে
বুকের মাঝে যতন করে
পুষি মনের ঘরে,
উড়াল দিবে নিঠুর পাখি
দিয়ে আমায় ফাঁকি।

যাসনে পাখি বাধঁন ছিড়ে
চলে আসো আপন নীড়ে
মনে কতো আশা,
উজার করে দেবো আমার
মনের ভালোবাসা।

নবীনগর, ব্রাক্ষ্মনবাড়ীয়া