সেখানেই ফিরে যেতে চাই - ওয়াজিউল হক শরীফ
মন চাই নাড়ীর টানে ফিরে যাবো সেথায়
রংয়ের মায়াহীন ফানুশের শহর করেনি আপন আমায়।
যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যেতে চাই
আকাঙ্ক্ষার সবকিছু পাওয়া যায় না নিজের ইচ্ছায়।
মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সবাই
মানবিক ভালবাসার চেয়ে সুন্দর আর কিছু নয়।
ধর্মান্ধতার বেড়াজালে রেখ না তোমার জীবন
মানবতার ভালবাসায় সবাইকে করে নাও আপন।
অহংকার অহমিকায় বৃথা হবে স্বপ্নের ভালবাসা
মানুষ হয়ে মানুষকে আপন কর তবেই পূর্ণ হবে আশা।
কৃত্রিম সুখ শান্তির মোহে ঘুরছো দেশ-বিদেশ
জন্মভূমির ভালবাসায় পাবে তুমি শান্তির আবেশ।
মায়াহীন কংক্রিটের শহরে বিষন্ন মন প্রতিদিন
সবকিছু ছেড়ে চলে যেতে পরপারে একদিন।
জীবন চলার পথে স্বপ্নের মোহে সবাই হয় ফানুশ
মায়ের সন্তান মায়ের বুকে ফিরে এসো হে মাটির মানুষ।
মাটির সন্তান মা মাটিকে ভালোবাসো চিরকাল
আপনকে বাসলে ভালো আসবে এক নতুন সকাল।
মানুষ হয়ে মানুষকে কর সবাই সন্মান
মানবতার ভালবাসায় গড়ে তোলো নিজের শক্ত ঈমান।
জগৎ ঘুরে অবশেষে হলো তোমার ফেরা
প্রিয় মাটির বুকে ফিরে এলে সেটাই হবে তোমার সেরা।
মানুষ হয়ে মানুষের কর সবাই আপন
সবার উপর মানুষ সত্য এটাই হোক মানব জীবন।
ওয়াজিউল হক শরীফ । ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
24-01-2020
-
-