অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অচেনা কবি - মোঃ মোশফিকুর রহমান

তুমি কি এখনো রাত জেগে থাকো
ভাবো কি আমার কথা,
হয়তো জানো না তোমার অভাবে 
এ বুকে কতোটা ব্যথা!
দূরের আকাশে খুজেছো কি কভু
আমার মুখের ছবি,
আজ না হলেও একদিন তুমি
ভালবাসতে অচেনা এই কবি!

তুমি কি এখনো বৃষ্টি দিনে
মেঘেদের সাথে খেলো,
আউলা বাউলা কবির প্রেমে
এখনো কি রোজ পোড়ো?
তোমার আকাশ কবির মতোই
থাকে কি মেঘা শূন্য,
কবিরাই জানে তাদের হৃদয়
কতটা অপূর্ণ!

মোঃ মোশফিকুর রহমান । কিশোরগঞ্জ, নীলফামারী