অনিবার্য স্রোত – ফরিদ তালুকদার
চলে যাব একদিন
ভেসে যাব নিরুদ্দেশ
নদীর স্রোতে দলছুট
কোন কচুরিপানার মতো
পরিচিত মানুষের
অপরিচিত মুখ চিনতে চিনতে
ক্লান্ত এই প্রাণ রেখে চলে যাব
মিশে যাবো মৃত্তিকায়
শব্দহীন হেমন্তের শিশির
কোন এক শ্রাবণ ধারা মুছে নিবে
শেষ চিহ্ন পায়ের
কেউ আর চিনবে না আমায়
কেউ আর...
সাগরকে ছুঁয়ে
যে নদী হয় পরিচয়হীন
দাঁড়িয়ে তেমনি এখন মোহনায়
হঠাৎ ওঠা জলোচ্ছ্বাস ভাসিয়ে নিবে
ধমনী স্রোতের বিষ ব্যাথা
মানবিক সব বেদনার ক্ষোভ
ছিঁড়ে যাওয়া মস্তিস্কের তন্ত্রী হতে
মুছে যাবে অট্টহাসি হায়েনাদের
রক্ত মাখা মুখ
ভুলে যাব সব
সাজানো মঞ্চের আলোয়
ঝলমলে শঠতার জয়
নিংড়ানো ভালবাসা যতটুকু
রেখে যাবো
কাশফুল
বুনো ঘাস
বৃষ্টি ভেজা পাহাড়ের গায়।
দানবীয় সব
কর্পোরেট কারাগারে
বেড়ে ওঠা সভ্যতার
নারকীয় কীট
তখনও..
কুঁড়ে কুঁড়ে খাবে
বোধ
মানবতা
শান্তি
অনন্ত আমার ঘুম
দীর্ঘ ওদের জিহ্বার বিষাক্ত লালায়
আরও আরও বেশী আক্রান্ত হবে
পৃথিবী
সব শিশু
সব বৃক্ষ পাতা
সব ধুলিকনা
হয়তো কোনদিন আর
অনাবৃত হবেনা ওদের
মোড়কি শরীর দুর্গন্ধময়
পৃথিবী দেখেনা কখনও
ধর্ষণকারীর উদোম দেহ
অতি কদাকার
শোভিত মুদ্রায়
দেখবে না কোনদিন
হয়তো আর...!!
ফরিদ তালুকদার । টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
25-01-2020
-
-