শ্রেষ্ঠ উদযাপন - পুলক বড়ুয়া
একটি বারুদ শলাকার মতো আমি বিধ্বস্ত-অনল;
তোমার চেরাগী-ছাতার নিচে
মৌন-মগ্ন : উপায়-তরীতে উঠাও গুরু।
নির্গ্রন্থ আমাকে। এক চাটি আলো দাও।
আঁধারে ভিজে যাচ্ছি।
তুমি মুনি, আমি শুনি; তুমি ঋষি,
আমি শিখি। দিবানিশি।
আউলাঝাউলা আমাকে
আউলিয়া-আলোয় আঁধার-অক্ষরে ঢাকি, আঁকি;
যুগলাঙ্গ এই নশ্বর-বাঁধন-সাধন টুঁটে যাক;
তুমি যোগ আমি যোগী : দ্বৈতাদ্বৈত, অনঙ্গঅঙ্গ—
একটি রেখায় একটি প্রভায় একটি শিখায়
সৃষ্টির শ্রেষ্ঠ উদযাপন, মেলা হোক, আসর হোক!
পুলক বড়ুয়া । বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
25-01-2020
-
-