অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
স্বর্গের গান - মীরা মুখোপাধ্যায়

কোন  নিভৃতি থেকে ভেসে  আসে এ সংগীত !
কত নদী   ঝর্না আর প্রপাত  পেরিয়ে 
এই গান...
মারোয়ার সাথে বেহাগের বিষণ্ণ যুগলবন্দী গেয়ে
ঠা ঠা দুপুরটাকে কাঁদাচ্ছে 
কোন পাখি .....

এই সবে শীত  গেল 
বসন্ত এখনও তার গুলালের পসরা সাজিয়ে 
আসতে পারেনি,তবে তার 
আসার সংবাদ  এসে গেছে

এখনি গাইলে তুমি....
তুমি কি প্রথম  তবে দূত হয়ে এলে?


আমি  স্বর্গে বিশ্বাস  করে ঠকে যাওয়া মানুষ হয়েও
ভাবছি এ গান বুঝি  পৃথিবীর  নয়,
গ্রহান্তর থেকে এসে পৃথিবীতে  গেয়ে
পুনরায়  ফিরে যাবে তীব্র নীল মহাশূণ্যযানে 

পৃথিবীর  সব দুঃখ , প্রেম আর মিলনের
রাগে  বৃষ্টি  হয়ে ঝরে পড়ছে অপূর্ব  বিস্তার।

তোমাকে দেখার জন্য ছুটে যাচ্ছি
দূরে  দূরান্তরে......

মীরা মুখোপাধ্যায় । শিমুরালী, নদীয়া