তাই তাই তাই - শ্রীকান্ত মাহাত
তাই তাই তাই
তাই তাই তাই
মামা বাড়ি যাই।
মামাই দিল তিনটে পিঠে
পিঁড়াই বসে খায়।
আমি খায় বাবায় খায়
আরোও খায় ছোট মাসি।
তিন জনাতে খেয়ে খেয়ে
করি হাসাহাসি।
হেসে হেসে পেট ছিঁড়ে যায়
নয়ন জলে গা বহে যায়
পড়ে অশ্রু রাশি রাশি।
এমন সময় কোন দিলে
এলো বড়ো মাসি।
বন্ধ হলো সবার এবার
মহাখুশির হাসি।
মামায় দিল লাল জামাটা
মামিয়ে দিল ধূতি।
মাসিয়ে দিল জুতো জোড়াটা
দাদায় দিল বাঁশি।
বিদায় বিদায় বিদায় চাই
বাবার সাথে বাড়ি যাই।
ও মামা মামী ও মাসি
এখন তোমরা রয়ো খুশি।
তাই তাই তাই .......মামা বাড়ি যাই।
ভাদু
ভাদর মাসে ভাদুর পূজা
ভাদু ভালোবাসে জিলাপি খাজা।
তুই যে বটি, কাশীপুরের রাজার বিটি
খুব দুলালি পরেছ তাই কত গয়না কাঠি।
বেড়োর বাঁধে বেড়োর বাঁধে
ভাদু তোমার কে আছে?
সজনে গাছে ফুল ধরেছে
বাঁধে আমার বর আছে।
বর না পেলে মরব হেথা
জুড়াব আমার প্রাণের ব্যাথা।
অকাল মরণ;
বছর বছর তাই করি স্মরণ
ভাদু গানেই পূজিগো তোমার
দু'টি রাঙা চরণ।
শ্রীকান্ত মাহাত
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
28-01-2020
-
-