এ সময় সত্য - মুহাঃ হাবিবুর রহমান
অলক্ষ্যে গড়া ভবিষ্যতের নিষ্ঠুর আঘাতে যদি ভেঙে যাবে স্বপ্নের প্রাসাদ
হায়েনার কাছে পরাজিত হবে কি মনুষত্বের সুন্দরতম স্বাদ?
এবং জাগতিক মোহাচ্ছন্ন কুত্তাদের কাছে বলি হওয়া সম্মানের ছিন্ন মস্তক
সবুজ ঘাসের বিছানায় ছড়িয়ে পড়া রক্তের ফল্গু ধারায় হিং¯্র প্রেতাত্মার কাছে পরাজিত দিবালোক!
যে জীবন আশা জাগানিয়া-বসন্তের স্নিগ্ধ হাওয়ার মতো মসৃন পেলবতায় ভরা,
চারিদিকে স্বর্গীয় আবহে মোড়ানো চঞ্চলা-সমীরনে পুস্পিত সৌরভে উর্বরা।
বিষাক্ত ছোবলের ভয়ে কী সে জীবনের স্বপ্ন যায় থেমে-অথবা হলে দিশে হারা
অলক্ষ্যের মহাজন বলবে না আজ “এ সময় সত্য”যা বুঝেছো সবই ভূলে ভরা!
দৃষ্টিতে করোনা ভাইরাসের অদমনীয় বিকৃতক্ষুধা জন্ম তাই প্রশ্নবিদ্ধ আজ
বেশ্যার ঘরে জন্মে কিংবা কুলোঠা নর্দমার কীট হয়ে চলাচলে নেই এতটুকু লাজ।
ভাগ্যের কাছে পরাজিত-নিষ্টুরতার কাছে অসহায় মজলুম
বোঝেনা ভাষা আকুলতা ফরিয়াদি কে ভুলে গেলে বেমালুম।
তবুও আশা জাগে দৃষ্টি হয় শাণিত সবাকার মাঝে
এ পথ বহুদূরের শত সহস্র ক্রোসের দৈর্ঘে প্রস্থে, তবে কেন মরো মিছে লাজে?
তুমিই সত্য আর সব ভুলে ভরা-এ কথা রেখে মনে
কেটে যাবে অন্ধকার ফুটবে আলো কোন এক ক্ষনে।
বিধাতার খেলা বিধাতই খেলে সৃষ্টি সেখানে অসহায়
যার যার অপূর্নতা কেবল তাকে কাঁদায় বেদনায়।
মুহাঃ হাবিবুর রহমান
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।
-
ছড়া ও কবিতা
-
02-01-2020
-
-