অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিশ্বাস - দেওয়ান সেলিম চৌধুরী

যাদুর সত্যতা শুধু যাদুকরই জানে।
বৃথা সময় করোনা নষ্ট, সত্যের সন্ধানে।
সত্য সবার লাগি নয়ত সমান
তুমি শুধু করে যাও বিশ্বাসের ভান।
যাদুকর শুধু চায় দর্শক তাঁর
যাদুর মহিমা দেখে বলিবে, “চমৎকার”
করিবেনা কোন প্রশ্ন, থাকিবে নির্বিকার।
বিশ্বাসই দিতে পারে আনন্দ অপার।
হে দর্শক, অন্ধের মত দেখে যাও
সত্য খুঁজনা তুমি।
যে যাদু আনন্দ দেয়, লহ তাকে চুমি।।

দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা