অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হরেকৃষ্ণ দে-র কবিতা

অতএব কোথাও সুখ নেই

অ্যাই যে আপনি দুঃখ পাচ্ছেন তাই না!
সুখের সন্ধান খুঁজছেন!

কোথাও সুখ নেই---
না বিবাহিতায়
না অবিবাহিতায়
না চাকুরীতে
না বেকারে
না ভবঘুরেতে
-------এমনকি ক্ষ্যাপেও,
অতএব কোন কিছুতেই সুখ নেই৷

বিবাহিতায় সুখ নেই কারণ---
স্বামী স্ত্রীর সুখ নেই
সন্তান সন্ততির সুখ নেই,
অতএব এতেও সুখ নেই ৷

অবিবাহিতায় সুখ নেই কারণ---
খাওয়াতে সুখ নেই
শোয়াতে সুখ নেই
বেড়ানোতে সুখ নেই
এমন কি ঘুমোনোতেও সুখ নেই,
অতএব এতেও সুখ নেই৷

চাকুরীতেও সুখ নেই কারণ--
দু-দণ্ড সময়ের সুখ নেই
অবসরের সুখ নেই
---এমন কি টাকা পয়সা জমিয়েও সুখ নেই,
অতএব এতেও সুখ নেই৷

বেকার থেকেও সুখ নেই কারণ---
বসে সুখ নেই
দাঁড়িয়ে সুখ নেই
আড্ডাতে সুখ নেই
----- এমন কি প্রেমেও সুখ নেই,
অতএব এতেও সুখ নেই৷

ভবঘুরে হয়েও সুখ নেই কারণ---
যাওয়াতে সুখ নেই
দেখাতে সুখ নেই
ভাবনাতে সুখ নেই,
----- এমন কি বাউণ্ডুলেতেও সুখ নেই,
অতএব এতেও সুখ নেই৷

ক্ষ্যাপেও সুখ নেই কারণ---
ঝাঁকড়া চুলে সুখ নেই
ময়লা ছেঁড়া জামা কাপড়ে সুখ নেই
ডাস্টবিনের খাবারে সুখ নেই
অনর্গল বক বক করেও সুখ নেই
হেসেও সুখ নেই,
.....এমন কি কেঁদেও সুখ নেই৷

.......অতএব কোথাও সুখ নেই৷

 কবিতা শহরে 

এলোমেলো চুল আর মুখের এবড়ো খ্যাবড়ো 
মন নিয়ে হেঁটে চলেছি কবিতা শহরে, 
কবিতা বিমুখ সংসারের সবাইকে ছেড়ে--- 

কলমের ঝোলায় বন্দী অক্ষরের আঁতুড়ঘরে 
দাইমা'র মতো প্রসূত শব্দের সব দায় নিয়ে 
জেগে থাকি অনর্গল আহ্নিকগতি তে৷

কবিতার শহরে আজ অপেক্ষারত গুটিকয়েক কবিতা পাঠক, 
শুধু...
শহরের মোড়ে কবিতা'কে কুৎসা বাঁধানো
অনুভবহীন উচ্চ বংশোদ্ভুত পাবলিক....

আলোময় হয়ে উঠবে এ শহর কবিতার কথায়, 
মুষ্টিবদ্ধ শব্দমালায়,

....সেই ভাবনায় বেঁচে আছি আর বেঁচে থাকবো 
        কবিতার শহরে কবিতা বুকে নিয়ে..... 

হরেকৃষ্ণ দে ৷ বাঁকুড়া, পশ্চিমবঙ্গ