অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
তোমাকে ভালোবাসবো বলে -শেখ মোহাম্মদ হাসানূর কবীর

মেয়েটির নাম ছিল সুপ্রিয়া
মফস্বল শহরে ছাইরঙা দু’তলা একটি বাড়িতে থাকত,
আমরা বন্ধুরা মিলে ওদের বাড়ির সামনের গলিতে আড্ডা জমাতাম। 

মাঝে মাঝে ইচ্ছে করতো 
ওকে পাওয়ার জন্য কিছু একটা করি,
কাটা সুতোর ঘুড়ির পিছনে দৌড়াই
ও দেখুক চেয়ে চেয়ে
আর ভাবুক, টাকা হলে ওর জন্য তাজমহলও বানাতে পারি। 

একবার সাহস করে প্রস্তাব পাঠিয়ে ছিলাম প্রেমের
ভেবে ছিলাম সহজেই সে রাজি হবে; 
না, সে রাজি হয়নি- 
উপরন্তু ওর বাবাকে পাঠিয়ে ছিল শাসাতে।

কিছুতেই মেয়েটির মন পেলাম না
তারপর চলে এলাম ঢাকায়।

সুপ্রিয়ার সঙ্গে দেখা হয়নি অনেকদিন,
একদিন শুনতে পেলাম এক পুরনো বন্ধুর কাছে- 
দুরন্ত ক্যান্সারে ভুগে
সুপ্রিয়া চলে গেছে বহুদূর নৈঃশব্দ্যের দেশে।

আজও ওকে বলতে ইচ্ছে করে-
তোমাকে ভালোবাসবো বলে
কাটা সুতোর ঘুড়ির পিছনে দৌড়াই
ইচ্ছে মতন বানাই এক অমরাবতী।

শেখ মোহাম্মদ হাসানূর কবীর । সাভার, ঢাকা