অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মনে পড়ে - সেলিনা শেলি

প্রিয় ফুলের রাণী, গন্ধরাজ জবা বেলী
পাতাবাহার মুরগঝুটি অর্কিড শিউলি
তোমরা সকলে কেমন আছ 
আমার প্রতিটি দিন-ক্ষণ 
যেভাবে তোমরা মনে আসো
আমাকে কি তোমাদের মনে পড়ে!
আজও কি ফুলে ফুলে হাসো
বৃষ্টি কি তোমাদের পানি দেয়   
নাকি তীর্থের কাকের মতো বসে থাকো
একফোঁটা পানির জন্য একটা হাতের স্পর্শের জন্য? 
টবটা খালি কেন জবা
পাতাবাহার মরেছে নাকি
গোলাপ, আমার গন্ধরাজ রাতের পরী কোথায়
ঐ জায়গাটা খালি কেন তুমি কি এ স্থান নিয়েছ
গাঁদা ফুলের চিহ্ন দেখছিনা যে
টাইম ফুলটা কি আড়ি দিয়েছে সঙ্গে গেইট ফুলটাও!  
জবা, হলুদ পাতাবাহার কি এখনও লাইনে দাঁড়িয়ে আছে   
বেলী কি ফুলের চাদর বিছিয়ে দেয় গাছ তলে  
মৌমাছি প্রজাতির আজও কি বাগানে কথা বলে? 
প্রিয় অর্কিড, তোমার হলদে সবুজে কি
আরও কারো নজর কাড়ে
তুমি কি ভালো আছ 
নাকি আজও ভুলে গাঁদা ফুটে তেমার ঝাড়ে?
প্রিয় ফুলেরা আমার আমি চলে গেছি বলে
তোমরাও কি স্থান ছেড়ে দেবে    
কেন বদলায় সবকিছু কেন বদলিয়ে যাবে!
প্রিয় পুকুর, তোমার পাড়ের ছনের ঝোপে আজও কি
ছোট্ট পাখি বাসা বাঁধে  
তেমার পানিতে কি কেউ সাঁতরে সাঁতরে
বাধ হীন করে দেয় তোমাকে
প্রিয় আকাশ, বাড়ির পাশের কাশবনে
আজও কি বাতাস দুলে
কেউ কি আমার মতো ভালবেসে
মুঠি মুঠি কাশফুল হাতে নেয় তুলে? 

সেলিনা শেলি। ইংল্যান্ড