অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কবিতার গোলাপ - মুহাঃ হাবিবুর রহমান

(প্রয়াত শিক্ষাগুরু কবি প্রাবন্ধিক গল্পকার শিক্ষাবিদ মাস্টার আঃ বারী স্মরণে) 

মাদের মাঝে তুমি নেই-কাব্য জগতে আর নব সৃষ্টি জমা পড়বেনা।
শব্দের গ্যাথনি দিয়ে কবিতা হবেনা।
এক দৌড়ে সুন্দরবন আর কেহ লিখবেনা জানি।
বিড়ালাক্ষী ঝুরঝুরিয়া খালের মোহনায় 
উঠবেনা পূর্ণিমার চাঁদ।
চির দিনের তরে নেমেছে আঁধার, অমাবশ্যার গাঢ় অন্ধকার।
কে ফোটাবে কবিতায় গোলাপ?
বড় অবেলায় হারিয়েছি তোমাকে।
বুকের গভীরে সেই শূন্যতা নিদারুন কষ্টের দানা বাঁধে-
হাহাকার করে বিচ্ছেদের করুন আর্তনাদ।
যখন শুনলাাম তোমার প্রস্থানের কথা-প্রভাতের অরুণ আলো যেন খুন হয়ে উঠলো জেগে।
প্রকৃতির ভাঁজে ভাঁজে করুণ প্রতিচ্ছবি দৃশ্যমান। 
কি করে বিশ্বাস করি কবি নেই, কবিতা হবেনা, 
কবরে দাফন হবে ছন্দ-গ্যাথা, বর্ণমালা।
একটি কন্ঠস্বর স্তব্ধ হলো, থেমে গেল লেখনীর রাতে,
পৃথিবীর সব নীরবতা আজ খুলেছে দুয়ার 
চোখের ভেজা পাতায় রিক্ততার হাহাকার-তোমাকে হারিয়ে নির্বাক তাই ভাষাহীন প্রাণ।
প্রার্থনা অলক্ষের দরগাহে 
প্রভু ভালো রেখ তারে করুনা দিয়ে অনন্তকাল ধরে!

মুহাঃ হাবিবুর রহমান
নওয়াবেঁকী, সাতক্ষীরা