ভালো যদি নাই বাসবে - শেখ মোহাম্মদ হাসানূর কবীর
মেয়ে, ভালো যদি নাই বাসবে
চোখে কাজল মাখো কেনো?
জাননা, বিবর্ণ অপরাহ্ণে আমি অধীর আগ্রহে থাকি
একজোড়া বুনো কালোচোখ ব্যালকনিতে
আমার অপেক্ষায় থাকুক।
ভালো যদি নাই বাসবে
নূপুর পরো কেনো?
তোমার বিরতিহীন ঘুঙুরের শব্দ
আমাকে নিয়ে যায় কল্পলোকের রঙালয়ে-
বেলোয়ারি চুড়ির রিনিক ঝিনিক,
নর্তকীর নৃত্যে দোলায়মান মাংসের সায়রে
আমি হয়ে উঠি তৃষ্ণার্ত গাঙচিল।
মেয়ে, তুমি দূর আকাশের তারা
কখনো মরুর বুকে অশান্ত মরীচিকা
ভীষণ ঝড়ে বিধ্বস্ত নাবিকের কণ্ঠে আশাবরি-
বেঁচে থাকুক তোমাকে ঘিরে
আমার এ স্বপ্নতরী।
শেখ মোহাম্মদ হাসানূর কবীর
সাভার, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
19-02-2020
-
-