২১ শে ফেব্রুয়ারী - শিবব্রত গুহ
২১শে ফেব্রুয়ারী শেখায়,
বাংলাভাষাকে ভালোবাসতে,
২১শে ফেব্রুয়ারী ভরসা যোগায় বাংলা ভাষা
নিয়ে পড়াশোনা করতে।
২১শে ফেব্রুয়ারী স্মরণ করায়,
শহীদের আত্মবলিদান,
২১শে ফেব্রুয়ারীর কথা ভাবলে,
পুলকিত হয় মন - প্রাণ।
২১শে ফেব্রুয়ারী শিক্ষা দেয়,
বাংলা ভাষা নিয়ে গরিমা করতে,
২১শে ফেব্রুয়ারী জড়িয়ে আছে,
বাঙালী জাতির অন্তরেতে।
২১শে ফেব্রুয়ারীর রক্তঝরানো ইতিহাস,
লেখা আছে সোনার অক্ষরে,
তাই তো, সারা পৃথিবী জুড়ে, আপামর
বাঙালী, ২১শে ফেব্রুয়ারীকে, প্রতিবছর,
শ্রদ্ধা ও ভালোবাসায় আজো স্মরণ করে।
শিবব্রত গুহ । গড়ফা, কোলকাতা
-
ছড়া ও কবিতা
-
19-02-2020
-
-