অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
যাবে মুছে - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

ই নাম কি যাবে মুছে চিরতরে জীবনের ছবি থেকে?
একেবারেই কি যাবে হারিয়ে কাল হিসেবে অংক কষে?
ঝড়ো হাওয়ার বেগে নদীর স্রোতে দেবে কি পাড়ি দূরে?
যাবে কি উড়ে কিংবদন্তির রেখায় সময়ের হাত ধরে?

পেরেছে কি রাখতে আটকে তারে সময়ের কারাগারে?
দিয়েছে কি মুক্তি তারে ইতিহাসের মলিন পাতা থেকে?
শুধু কি খুঁজে ফিরে আজ অতীতের আঁকাবাঁকা পথে?
পারবে কি আনতে সময় ফিরিয়ে, টাইম মেশিনে চড়ে?

জানতে ইচ্ছে করে, রয়েছে বাকি কি কোন স্মৃতিগাঁথা?
মনে কি পড়ে কোন কথা যা হয়নি কোন দিনও বলা?
বিস্মৃতির আঁধার ক্যানভাস যেন স্মৃতির দরজায় কড়া।
শুধুই চোখের নীলে ডুবানো মনের গোপন নভে আঁটা।

বাজায় সে বাঁশি, উড়ায় সে ঘুড়ি কল্পপুরীর ঈশান কোনে,
বেড়ায় সে আজও স্বাধীন মনে গহীন নীল আকাশ জুড়ে।
অতীতের খতিয়ানে না লেখা, না বাঁধা, নাম কোন ফ্রেমে,
স্মরণের জানালায় রেখেছে বেঁধে আজও তারে সেই নামে।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির । অটোয়া, কানাডা