অটোয়া, শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫
ক্লান্ত কবি - নিত্য রঞ্জন মণ্ডল

হে মানব জাতি কাঁদো
কাঁদার সময় এসেছে
নিজের কবর নিজের হাতে খুঁড়ে বসে আছো
নিজের সত্তা নিজেরে চেনে না,
নিজে শেখাইনি নিজেকে চিনিতে
ভালোবাসিতে শেখাইনি ভালোবাসিরে ;
এ কুমারী কাগজের পাতায় কতনা ক্লেদ
অহংকার ভেঙে গিয়েছে
গভীর রাতের অন্ধকারে---;
আমি তো তোমারে চিনিনে কবি!
তুমি আজও বসে আছো ক্লান্ত
মনের গভীরে আপন হতে দূরে,
বনস্পতির ছায়া ভেঙে গেছে গোধূলির অরণ্যে
গ্লানির দহন আজি উল্লাসে নাচে
আজি বড় নাচে।

নিত্য রঞ্জন মণ্ডল
পশ্চিমবঙ্গ, ভারত